৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

রাঙ্গাবালীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩১ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯

মাছ ধরার সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলার থেকে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নসংলগ্ন ডিগ্রি নদীতে এ নৌদুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম পারভেজ খান। তিনি ওই ইউনিয়নের চরলতা গ্রামের মো. নুরু খানের ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে চালিতাবুনিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রানা হাওলাদার বলেন, নিখোঁজ জেলে পারভেজ খান তার মালিকানাধীন ট্রলারে (ইঞ্জিনচালিত নৌকা) শুক্রবার রাতে দুই জেলেকে নিয়ে ডিগ্রি নদীতে মাছ শিকারে যায়।

কিন্তু হঠাৎ রাত ১১টার দিকে ট্রলার থেকে পারভেজ পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় দুই জেলে। তাৎক্ষণিক তারা পারভেজকে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও পাননি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, এক জেলে নিখোঁজের খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন