৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরিশাল র‌্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৮ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০১৯

রেজাউল করিম রেজা:: বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পিরোজপুরে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুল (৩৫) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে তাকে জেলা শহরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি- সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুল নামে এই ব্যক্তি জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য। সে বাগেরহাটের শরনখোলার থানাধীন রতিয়া রাজাপুর গ্রামের মৃত সৈয়জদ্দিন হাওলাদারের ছেলে।

বরিশাল র‌্যাব রুপাতলী কার্যালয় সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম অভিযান চালিয়ে সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ০১ টি বিদেশী একনালা বন্দুক, ০২ টি দেশীয় একনালা বন্দুক, ০২টি রামদা, ০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন