৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল জজ কোর্টের সেরেস্তাদার নারীর ঘুষকাণ্ড’র ভিডিও ভাইরাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৭ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০১৯

‘নকল নে‌বেন, টাহা দে‌বেন; কাগজ নে‌বেন, টাহা দে‌বেন। টাহা দে‌বেন না কাগজ পা‌বেন না। আপ‌নের ল‌গে কো‌নো কথা নাই।’ ব‌রিশা‌ল জজ কো‌র্টের সে‌রেস্তাদারের এমন বক্তব্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন ওই সেরেস্তাদার-এর নাম রেখা। তিনি বরিশাল জজ আদালতে কর্মরত।

ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা গেছে, একজন ব্যাক্তি নকল উঠাতে গিয়েছেন। সেখানে দায়িত্বরত নারী এক হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী ব্যক্তি বলেন, আমি নিয়ম অনুযায়ী টাকা দিয়েছি। আপনাকে এক হাজার টাকা দিলে আপনি কি রশিদ দেবেন? এর উত্তরে ওই নারী বলেন, ‘না।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে সঙ্গে ক্ষোভ প্রকাশ করছেন নেটীজেনরা। বলছেন, ‘দেশটা কি এদের বাপ দাদার? সাধারণ মানুষ যা‌বে কোথায়? সরকার কি এদের বেতন দেয় না? ভি‌ডিও‌টি শেয়ার ক‌রে এই পশু‌দের মুখোশ উন্মোচন ক‌রুন।’

আরেকজন বলছেন, বরিশাল জজ কোর্টের সেরেস্তাদার রেখার ঘুষ বানিজ্যের দৃশ্য এই সব অসত কর্মকর্তা কর্মচারিদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন বিজয় আসবে, ইনশাআল্লাহ।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেবা দেওয়ার নামে যারা জুলুম করে তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানাই।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন