৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল র‌্যাবের অভিযানে কারেন্ট জালসহ আটক ব্যক্তির কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩০ অপরাহ্ণ, ০৭ ডিসেম্বর ২০১৯

বরিশালের মুলাদী উপজেলার সাহেবের চর গ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার ৪’শ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর।

র‌্যাব জানায়, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরে ইলিশের বিস্তার রোধ করে চলেছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে মুলাদী থানাধীন সাহেবের চর গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই গ্রামের মো. রুস্তম খানের ছেলে মো. জুয়েল খানকে (২৬) আটক করলে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে
১ লাখ ৩ হাজার ৪’শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার শাহদাৎ হোসেন আটক জুয়েলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলেন।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন