৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে নিহত ১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: সুনামগঞ্জের দিরাইয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে আমির আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। রোববার সকালে উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির আলী ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

এ ঘটনায় বন্দুকধারী ফারুক মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের পঞ্চায়েতের টাকা নিয়ে দীর্ঘদিন যাবত গ্রামবাসীর সঙ্গে ফারুক মিয়ার বিরোধ চলে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পঞ্চায়েতের টাকার হিসাব-নিকাশ না দিয়ে উল্টো গ্রামের নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের হয়রানি করে আসছিলেন। রোববার সকালে গ্রামের লোকজন এনিয়ে প্রতিবাদ করলে ফারুক মিয়া তার লাইসেন্স করা বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে আমির আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও অন্তত সতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বন্দুকধারী ফারুক মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন