৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

মঠবাড়িয়ায় ইয়াবাসহ একই পরিবারের আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ১৩ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর:: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হাজার ৩শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মা নূরজাহান বেগম, মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)। নূরজাহান একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানাজ পারভীন বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচা-কেনার সময়
ওই তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় এক হাজার ৩শ’ পিস ইয়াবা। তারা (মা-মেয়ে ও ছেলে) টেকনাফ থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বরিশালটাইমসকে জানান, আটক ওই তিন জনের নামে এসআই শাহানাজ পারভীন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন