৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
ইসরাইলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার করছে সৌদি বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন

সবজি কিনতে গিয়ে ভেকু উল্টে নারী নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪১ অপরাহ্ণ, ১৯ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: কুমিল্লা নগরীর অশোকতলা রেলগেইটে মাটি কাটার ভেকু মেশিন উল্টে শাহিদা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।

বুধবার এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম সদর উপজেলার কালিকাপুর এলাকার খোরশেদ আলমের স্ত্রী। শাহিদা বেগম ভ্যান থেকে সবজি কিনতে গিয়েছিলেন।

জানা যায়, রেলের ডাবল লাইন তৈরির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু অশোকতলার রেল গেইটে একটি প্রাইভেটকারকে সাইড দিতে গেলে উল্টে পাশের সবজি বিক্রির ভ্যানের ওপর গিয়ে পড়ে। এ সময় ৬ জন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শাহিদা বেগম নামের একজন নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শাহিদা বেগম ভ্যান থেকে সবজি কিনতে গিয়েছিলেন। অপর আহতদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কুমিল্লা রেল স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ মেজবাউল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ চালককে আটক করেছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন