
১১ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৫
পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত স্থানে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল ঘরে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ করার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাউফল পৌর শহরের উপজেলা ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নেহাল (১৫)। সে পৌর শহরের গার্লস স্কুল সড়কের নেছার উদ্দিনের ছেলে। এতে ওই শিশুর ডান হাতের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।
এ ঘটনায় অভিযুক্ত হালিমা বেগমের (৪৫) বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীর বাবা নেছার উদ্দিন।
শিক্ষার্থীর অভিযোগ, ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে সহপাঠীদের সঙ্গে তারা প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। খেলা নিয়ে আগে একাধিকবার হালিমা বেগম তাদের বকাঝকা করেন।
শনিবার বিকেলে ক্রিকেট বল হালিমা বেগমের বাসার আঙিনায় ঢুকলে মোহাম্মদ নেহাল বল আনতে গেলে তার গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ করেন হালিমা বেগম।
তবে অভিযোগ অস্বীকার করে হালিমা বেগম জানান, তিনি কাউকে উদ্দেশ করে ভাতের মাড় নিক্ষেপ করেননি। ভুলবশত সেটি নেহালের হাতে লাগতে পারে।
বাউফল থানার এসআই মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত স্থানে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল ঘরে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ করার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাউফল পৌর শহরের উপজেলা ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নেহাল (১৫)। সে পৌর শহরের গার্লস স্কুল সড়কের নেছার উদ্দিনের ছেলে। এতে ওই শিশুর ডান হাতের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।
এ ঘটনায় অভিযুক্ত হালিমা বেগমের (৪৫) বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীর বাবা নেছার উদ্দিন।
শিক্ষার্থীর অভিযোগ, ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে সহপাঠীদের সঙ্গে তারা প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। খেলা নিয়ে আগে একাধিকবার হালিমা বেগম তাদের বকাঝকা করেন।
শনিবার বিকেলে ক্রিকেট বল হালিমা বেগমের বাসার আঙিনায় ঢুকলে মোহাম্মদ নেহাল বল আনতে গেলে তার গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ করেন হালিমা বেগম।
তবে অভিযোগ অস্বীকার করে হালিমা বেগম জানান, তিনি কাউকে উদ্দেশ করে ভাতের মাড় নিক্ষেপ করেননি। ভুলবশত সেটি নেহালের হাতে লাগতে পারে।
বাউফল থানার এসআই মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বরিশাল টাইমস

১২ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠীতে বরগুনা জেলার বিশেষ শাখা (ডিএসবি) পুলিশের এক সদস্য ও তার কারারক্ষী ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।
এতে রামদা ও লোহার রডের আঘাতে ডিএসবি সদস্য শহিদুল ইসলাম গুরুতর আহত হন।
গত শনিবার (১০ জানুয়ারি) পটুয়াখালী লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে হামলাকারীরা প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য।
আহত শহিদুল ইসলাম বরগুনা ডিএসবিতে কর্মরত এবং তার ছোট ভাই আনিছুর রহমান মনির বাংলাদেশ কারা অধিদপ্তরের একজন সদস্য।
হামলাকারীরা তাদের পথরোধ করে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুজনকেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠীতে বরগুনা জেলার বিশেষ শাখা (ডিএসবি) পুলিশের এক সদস্য ও তার কারারক্ষী ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।
এতে রামদা ও লোহার রডের আঘাতে ডিএসবি সদস্য শহিদুল ইসলাম গুরুতর আহত হন।
গত শনিবার (১০ জানুয়ারি) পটুয়াখালী লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে হামলাকারীরা প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য।
আহত শহিদুল ইসলাম বরগুনা ডিএসবিতে কর্মরত এবং তার ছোট ভাই আনিছুর রহমান মনির বাংলাদেশ কারা অধিদপ্তরের একজন সদস্য।
হামলাকারীরা তাদের পথরোধ করে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুজনকেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১২ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৩
পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পিরতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)।
দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পিরতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)।
দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

১২ জানুয়ারি, ২০২৬ ০০:৩২
প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ সেশনের বিবিএ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকা দিয়ে তাকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জের ধরে অভিমানে তিনি এ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি পরিবারের।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা দুমকির পথে রয়েছেন। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল টাইমস
প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ সেশনের বিবিএ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকা দিয়ে তাকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জের ধরে অভিমানে তিনি এ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি পরিবারের।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা দুমকির পথে রয়েছেন। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
১২ জানুয়ারি, ২০২৬ ২২:৩৬
১২ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৪
১২ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
১২ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৬