অভ্যর্থনা বা সংবর্ধনা দেওয়ার নামে কোনও ধরনের গাড়িবহর নিয়ে না আসার জন্য দলীয় নেতাকর্মী-সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২২ জানুয়ারি) প্রথমবারের মতো তিন দিনের সফরে বরিশাল আসছেন জাহিদ ফারুক শামীম।

ফেসবুক পোস্টে জাহিদ ফারুক শামীম লিখেছেন, ‘অনুগ্রহপূর্বক আমাকে রিসিভ বা সংবর্ধনা দেওয়ার নামে মোটরসাইকেল, প্রাইভেটকার বা মাইক্রোবাসের বহর নিয়ে আসবেন না। কারণ এতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হতে পারে। আমি চাই না, আমার জন্য কোনও মানুষ দুর্ভোগের শিকার হোক।

  • এ ছাড়া কিছু অসাধু লোক দলীয় পরিচয়ে এসব অনুষ্ঠানের নামে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে; যা মোটেও গ্রহণযোগ্য নয়।’

(more…)