২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সংবর্ধনা আয়োজন না করতে প্রতিমন্ত্রী কর্নেল জাহিদের অনুরোধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ২৩ জানুয়ারি ২০১৯

অভ্যর্থনা বা সংবর্ধনা দেওয়ার নামে কোনও ধরনের গাড়িবহর নিয়ে না আসার জন্য দলীয় নেতাকর্মী-সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২২ জানুয়ারি) প্রথমবারের মতো তিন দিনের সফরে বরিশাল আসছেন জাহিদ ফারুক শামীম।

ফেসবুক পোস্টে জাহিদ ফারুক শামীম লিখেছেন, ‘অনুগ্রহপূর্বক আমাকে রিসিভ বা সংবর্ধনা দেওয়ার নামে মোটরসাইকেল, প্রাইভেটকার বা মাইক্রোবাসের বহর নিয়ে আসবেন না। কারণ এতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হতে পারে। আমি চাই না, আমার জন্য কোনও মানুষ দুর্ভোগের শিকার হোক।

  • এ ছাড়া কিছু অসাধু লোক দলীয় পরিচয়ে এসব অনুষ্ঠানের নামে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে; যা মোটেও গ্রহণযোগ্য নয়।’

এ পোস্টে আরও উল্লেখ, ‘আমার জন্য রাস্তায় কোমলমতি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা যাবে না; একেবারেই না। কোথাও শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখলে আমি সেই অনুষ্ঠান বয়কট করবো এবং প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো।’

জাহিদ ফারুক শামীমের অনুরোধ, ‘আমাকে স্বাগত জানানোর জন্য কোনও প্রতিষ্ঠান, সমিতি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেন পাবলিক মানি ব্যয় করে কোনও গেট বা তোরণ নির্মাণ না করে। অনুগ্রহপূর্বক কোনও অনুষ্ঠানে অযথা বিপুল অর্থ ব্যয় করে স্টেজও বানাবেন না। অযথা অর্থের অপচয় থেকে বিরত থাকবেন।’

ফেসবুক পোস্টে প্রকাশ, ‘কোনও অনুষ্ঠানে আপ্যায়নের নামে শিক্ষার্থী বা জনগণের টাকায় রকমারি খাবারের আয়োজন করা যাবে না। মনে রাখবেন, আমি সেবক; জনগণের দয়ায় নির্বাচিত প্রতিনিধি। আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে বাংলাদেশের উন্নয়নে যেভাবে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই গতিধারাকে অব্যাহত রাখতে এবং নেত্রীর হাতকে শক্তিশালী করতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত থাকুক –এটাই জনগণের একমাত্র আশা এবং আকাঙ্খা। এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রানা জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আকাশ পথে বরিশাল বিমানবন্দরে আসবেন জাহিদ ফারুক শামীম। পরে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। তিন দিনের সফরে দলীয় নেতাকর্মীসহ অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের কথা রয়েছে।

আগামী ২৪ জানুয়ারি সদর উপজেলার চড়বাড়িয়ায় কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করবেন। ২৬ জানুয়ারি সন্ধ্যায় নৌপথে তিনি ঢাকার উদ্দেশে রওনা করবেন।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন