৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আওয়ামী লীগে এগিয়ে তরুণরা, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ০৮ অক্টোবর ২০১৮

তারিকুল ইসলামঃ  পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের মধ্যে একমাত্র বাউফল উপজেলা পটুয়াখালী-২ আসনটিকে আওয়ামীলীগের পূর্নঙ্গ ঘাঁটি বলা চলে।

এ আসনের বর্তমান এমপি ও জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে আস.স.ম ফিরোজ একচেটিয়াভাবে দলকে তার পকেটের মধ্যে আঁকরে রাখায় এখান থেকে নতুন নেতৃত্ব বের করার সুযোগ তিনি করে দেননি। কিন্ত বর্তমান সরকারের গত পাচ বছরে তার স্থানে খুব শক্ত ভাবে তরুন নেতৃত্ব ব্যাপক ভাবে সারা জাগিয়েছে।

ক্লিন ইমেজ তৈরি করে এই নতুন নেতৃত্ব তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত লবিং এর পাশাপাশি এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।এবং তাদের সকলের রিপোর্ট প্রধানমন্ত্রীর টেবিলে জমা পড়েছে।

দলীয় একাধিক নেতাকর্মীর অভিমত, চীপ হুইপ আ.স.ম ফিরোজ দীর্ঘ কয়েক বছর আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হলেও বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় থাকা সত্বেও কাঙ্খিত উন্নয়ন বাউফলবাসী দেখতে পায়নি।নেতা কর্মীদের সাথে দুর্বাব্যাবহার ও অতিরিক্ত আত্ন অহমিকা তাকে জনবিচ্ছিন্ন নেতায় পরিনত করেছে।

আ.স.ম ফিরোজ ছারাও এই আসনে আওয়ামীলীগের হয়ে মনোনয়ন চাইবেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।

কেন্দ্রিয় কৃষক লীগের সাধারন সম্পাদক, এডভোকেট খন্দকার শামসুল হক রেজা।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা, জহিরুল ইসলাম শাহীন। ইতিমধ্যে নিজস্ব আলাদা ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন।

এ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকা ছারা হওয়ায় দলীয় নেতাকর্মীরা তার ব্যপারে হতাশ।গত নয় বছর ধরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিপদে ফেলে তিনি কখনও ঢাকা এবং দেশের বাইরে অবস্থান করায় তার জনসমর্থ এখন শূন্যের কোটায়।

এদিকে নেতাকর্মীরা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে নতুন করে ভাবতে শুরু করেছে। তাছারা আওয়ামী লীগের দূর্গ হিসাবে পরিচিত এ আসনে আঘাত হানতে হলে শহিদুল আলম তালুকদারের বিকল্প প্রার্থী নেই বললেই চলে।

সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন ছাড়াও জামায়াতের ঢাকা মহনগর দক্ষিনের আমির ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ মনোনয়ন চাইবেন বলে শোনা যায়।

তারিকুল ইসলামঃ পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের মধ্যে একমাত্র বাউফল উপজেলা পটুয়াখালী-২ আসনটিকে আওয়ামীলীগের পূর্নঙ্গ ঘাঁটি বলা চলে।

এ আসনের বর্তমান এমপি ও জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে আস.স.ম ফিরোজ একচেটিয়াভাবে দলকে তার পকেটের মধ্যে আঁকরে রাখায় এখান থেকে নতুন নেতৃত্ব বের করার সুযোগ তিনি করে দেননি। কিন্ত বর্তমান সরকারের গত পাচ বছরে তার স্থানে খুব শক্ত ভাবে তরুন নেতৃত্ব ব্যাপক ভাবে সারা জাগিয়েছে।

ক্লিন ইমেজ তৈরি করে এই নতুন নেতৃত্ব তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত লবিং এর পাশাপাশি এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।এবং তাদের সকলের রিপোর্ট প্রধানমন্ত্রীর টেবিলে জমা পড়েছে।

দলীয়  একাধিক  নেতাকর্মীর  অভিমত, চীপ হুইপ আ.স.ম ফিরোজ দীর্ঘ কয়েক বছর আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হলেও বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় থাকা সত্বেও কাঙ্খিত উন্নয়ন বাউফলবাসী দেখতে পায়নি।নেতা কর্মীদের সাথে দুর্বাব্যাবহার ও অতিরিক্ত আত্ন অহমিকা তাকে জনবিচ্ছিন্ন নেতায় পরিনত করেছে।

আ.স.ম ফিরোজ ছারাও এই আসনে আওয়ামীলীগের হয়ে মনোনয়ন চাইবেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।

কেন্দ্রিয় কৃষক লীগের সাধারন সম্পাদক, এডভোকেট খন্দকার শামসুল হক রেজা।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা, জহিরুল ইসলাম শাহীন। ইতিমধ্যে নিজস্ব আলাদা ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন।

এ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকা ছারা হওয়ায় দলীয় নেতাকর্মীরা তার ব্যপারে হতাশ।গত নয় বছর ধরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিপদে ফেলে তিনি কখনও ঢাকা এবং দেশের বাইরে অবস্থান করায় তার জনসমর্থ এখন শূন্যের কোটায়।

এদিকে নেতাকর্মীরা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে নতুন করে ভাবতে শুরু করেছে। তাছারা আওয়ামী লীগের দূর্গ হিসাবে পরিচিত এ আসনে আঘাত হানতে হলে শহিদুল আলম তালুকদারের বিকল্প প্রার্থী নেই বললেই চলে।

সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন ছাড়াও জামায়াতের ঢাকা মহনগর দক্ষিনের আমির ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ  মনোনয়ন  চাইবেন  বলে  শোনা যায়।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন