২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জাতিকে শিক্ষিত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন : এমপি শাওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০০ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটাই স্বপ্ন জাতিকে শিক্ষিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আলাদিনের চেরাগ নেই। তবুও তিনি তলাবিহীন ঝুঁড়ি থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। বাংলাদেশকে এক সময় বলা হতো ভিক্ষুকের জাতি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা বিশ্বের দরবারে মর্যাদাশীল জাতি হিসেবে পরিণত হয়েছি। বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

তিনি বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার সাড়ে ৩ বছরের মধ্যে একটি সংবিধান দিয়েছেন। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ২৪ বছর যুদ্ধ করেছি এর মধ্যে ১২ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুরপর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল। এমপি শাওন আরও বলেন, ২১ বছরপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বয়ংসম্পুর্ণ করেছেন। ৫৫ হাজার বর্গমাইলের বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে বিকল্প নাই।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক ফরাজী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিখা আফরোজ, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু ও ম্যানেজিং কমিটির সদস্য মো. হানিফ প্রমুখ।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন সোহেল, সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, যুগ্ম-সম্পাদক মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল বাসার সেলিম, ফরিদ তালুকদার, গোলাম মোস্তফা, শাহজাহান মিয়া ও পৌর মহিলালীগের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন