২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৬ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০১৮

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে আটকের পর গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার মহেশখালী ও চর নাসরিন থেকে তাদের আটকের পুলিশে তুলে দেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ তথ্য নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মহেশখালী চরে ৫ সদস্যের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের চারদিক থেকে ঘিরে ফেরে। ডাকাতরা এলাকাবাসীর ওপর হামলাও করে। তৎক্ষণাত ডাকাতদের খবর চারদিকে ছড়িয়ে পড়লে জনতা তাদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড তাদের আটক করে। একই সময় চর নাসরিন নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আরও ৩ ডাকাত আটক হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান- ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় জনতার হাতে তারা আটক হয়। এ সময় কৌশলে তারা অস্ত্র নদীতে ফেলে দিয়েছে। পুলিশ ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন