২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : বাণিজ্যমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ০৪ অক্টোবর ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন- আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। কেউ যদি নির্বাচনে না আসে সেটা সেই দলের ব্যাপার। তবে কাউকে তোষামোদি করে নির্বাচনে আনা হবে না।

মন্ত্রী বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেলে শহরের সরকারি স্কুল মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব সাহবুদ্দিন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন- নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই রাষ্ট্র পরিচালনা করবে। তবে সরকারের আয়তন ছোট হতে পারে।

তিনি বলেন- বিএনপির ৭ দফা দাবি, যুক্তফ্রন্টের কর্মসূচি সংবিধান পরিপন্থি। এগুলো গ্রহণ করার প্রশ্নই উঠে না।

মন্ত্রী বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে নির্বাচন কমিশন ঘোষিত তারিখের মধ্যে। সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন- ২০১৪ সালের নির্বাচন কেউ ঠেকাতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনও পারবে না।

জেলা প্রশাসক মো. মাছুদ আলম ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব সাহবুদ্দিন আহমেদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো. মাছুদ আলম ছিদ্দিকি।

এর আগে উন্নয়ন মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যাদলি শহর প্রদক্ষিণ করে। এরপর মেলার অংশ নেয়া ১১০টি স্টল ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন