২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের বই বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৮ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০১৮

বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার দুপুরে বরগুনা সরকারি কলেজে বই বিতরণ কর্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুস ছালাম।

জাহাঙ্গীর কবীর কল্যান ট্রাস্ট এর অর্থায়নে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মতিয়ার রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ফজলুল হক, বরগুনা জেলা ছাত্রলীগে সভাপতি জুবায়ের আদনান অনিক প্রমুখ।

বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে জুবায়ের আদনান অনিক দায়িত্ব গ্রহণ করার পর প্রতি বছরই বরগুনার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ সব সময় সকল শিক্ষার্থীদের সঙ্গে ছিলো জেলা ছাত্রলীগ। এ কারণে বরগুনা জেলা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে একটি আস্থার সংগঠনে পরিণত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপিত জুবায়ের আদনান অনিক বলেন, শুধু শিক্ষা উপকরণ নয়, শিক্ষার্থীদের সকল ন্যায্য অধিকার আদায়ে সব সময় সঙ্গে থাকবে বরগুনা জেলা ছাত্রলীগ।

বই বিতরণ অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগের ২৩ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন