৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মাধবপাশায় কাজী দুলালের সমর্থনে জনতার ঢল

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ২৭ এপ্রিল ২০২৪

 বিশেষ প্রতিবেদক ➤ ‘বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ নেতা। তিনি ব্যক্তিগতভাবে একজন সৎ এবং নির্লোভ মানুষ। তিনি নিজে অন্যায়-জুলুম, অনিয়ম-দুর্নীতি করেন না এবং কোনো অপরাধীকে প্রশ্রয় দেন না। তাই কোনো সন্ত্রাসী কিংবা বডিগার্ড নিয়ে তাকে চলতে হয় না। তিনি জনতার নেতা। মাধবপাশার কৃতি সন্তান। তাঁর পক্ষে দলমত নির্বিশেষে আজ একাট্টা মাধবপাশাবাসী। নির্বাচন সুষ্ঠু হলে তিনি আবার বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন।’

কাজী ইমদাদুল হক দুলাল সম্পর্কে এমন মতামতই ব্যক্ত করেছেন মাধবপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মিলনায়তনে কাজী ইমদাদুল হক দুলালের সমর্থনে আয়োজিত প্রথম নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। এসময় উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে মাধবপাশা ইউনিয়নের কৃতি সন্তান কাজী ইমদাদুল হক দুলালকে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। শুক্রবার তাপদাহ উপেক্ষা করে কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভায় জনতার ঢল নামে।

মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তারুজ্জামান মিলন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফারুকুল ইসলাম, চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের প্রভাষক মহিদুল ইসলাম জামাল, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জমাদ্দার, মাধবপাশা ইউনিয়নে আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সভাপতি বাবুল সরদার, ৯নং ওয়ার্ড সভাপতি নান্টু তালুকদার, ৮নং ওয়ার্ড সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, ৭নং ওয়ার্ড সম্পাদক মিলন সিকদার প্রমুখ। এসময় মাধবপাশা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘বিগত ৫ বছরে আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন বাবুগঞ্জ উপজেলায় যে নজিরবিহীন উন্নয়ন হয়েছে তা অতীতে আর কখনোই হয়নি। তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আমাদের অভিভাবক জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর হাতকে শক্তিশালী করতে জনগণের অনুরোধে আবার আমি প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আবার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আজকে মাধবপাশাবাসীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি, অকুণ্ঠ সমর্থন এবং জনতার ঢল সেটা প্রমাণ করে দিয়েছে।’ #

67 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন