২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণ, আতঙ্ক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫১ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে ৪জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।।

জাহাজে থাকা কর্মচারীদের সূত্রে জানা গেছে, প্রায় ১০ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে এম টি অ্যাংরেজ নামের ওই জাহাজ ১৫ ফেব্র“য়ারি চট্টগ্রাম থেকে বরিশালের যমুনা ডিপোর উদ্দেশে রওনা হয়।

শনিবার রাতে বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় পৌঁছালে আকস্মিক এর ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজে আগুন ধরে যায়।

এসময় বিকট শব্দে আশেপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে জীবন রক্ষার্থে অনেককে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়।

পরক্ষণে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক হোসেন জানিয়েছেন- দগ্ধ তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) পাঠানো হয়েছে। আর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে তেলবাহী ট্যাংকারটি টেনে তীরে আনা হচ্ছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. শাহিন জানান, এখানে শহিদুল (৫০), আবু সুফিয়ান (২৪), নাজমুল (৫০) ও হুমায়ুন কবির (৫০) নামের চারজনকে ভর্তি করা হয়েছে। এঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। ২৪ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন