২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ফিলিং স্টেশনে মিলবে এলপি গ্যাস, লিটার ৫০ টাকা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৯ অপরাহ্ণ, ২৫ অক্টোবর ২০১৭

বরিশালে প্রথমবারের মতো এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন হয়েছে। বরিশাল-ঝালকাঠী মহাসড়কের নগরীর রূপাতলী এলাকায় নির্মিত বরিশালের প্রথম ‘হাজী এলপিজি ফিলিং স্টেশন’ বুধবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার আবুল কালাম আজাদ।

‘হাজী এলপিজি ফিলিং স্টেশনের’ স্বত্ত্বাধিকারী হাজী মো. নূর হোসেন মিরনের সঞ্চালনায় উদ্বোধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, সহকারী কমিশনার (কোতয়ালি) মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ট্রাফিক) মো. রাসেল, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সভাপতি আনোয়ার হোসেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগীয় প্রধান মো. মঞ্জুরুল আলম এবং রানার মটরস্’র বিভাগীয় প্রধান নাঈম হাসান।

‘হাজী এলপিজি ফিলিং স্টেশনের’ স্বত্ত্বাধিকারী হাজী মো. নূর হোসেন মিরন সাংবাদিকদের জানান, বরিশালে এলপি গ্যাসের প্রচুর চাহিদা রয়েছে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে তিনি বরিশালে প্রথম এলপি গ্যাস ফিলিং স্টেশন স্থাপন করেছেন। হাজী এলপিজি ফিলিং স্টেশনে ১৫ হাজার লিটার এলপি গ্যাস সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতি লিটার এলপি গ্যাসের বিক্রি মূল্য ৫০ টাকা।”

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন