২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল বাদ পড়ায় মুখ খুললেন শাহরিয়ার নাফিস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০১৭

নিয়ম ভঙ্গের অভিযোগে বিপিএলের পঞ্চম আসরে অংশগ্রহনের সুযোগ থাকবে না বরিশাল বুলসের।  তাই সবার মনে একই প্রশ্ন তবে দলটির খেলোয়াড়দের কি দশা হবে। তারা কি বিপিএলে অংশ নিতে পারবে না?

বরিশাল বুলস বাদ পড়াতে যেমনটা হতাশ ফ্রাঞ্চাইজির মালিকপক্ষ, ঠিক তেমনটি ভক্তসমর্থক থেকে শুরু করে খেলোয়াড়রাও। তাদেরই একজন দলটির নিয়মিত খেলোয়াড় ও জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস।

গত দুই বছর খেলেছেন নিজ বিভাগের ফ্রাঞ্চাইজ “বরিশাল বুলস” এ। কিন্তু এইবার টুর্নামেন্ট ফি পরিশোধ না করায় বিপিএল থেকে বাদ দেয়া হচ্ছে দলটিকে। আর দল বাদ পড়ায় যেমন বিস্মিত হয়েছেন, তেমনি কষ্টও পেয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

বিপিএল থেকে বরিশালের বাদ পড়া নিয়ে নাফিস বলেন, ‘এটা নিয়ে আমি একটু বিস্মিত। বরিশাল একটি প্রতিষ্ঠিত দল। শেষ পর্যন্ত দলটা যদি বাদই পড়ে তাহলে অবশ্যই কষ্ট থাকবে। কারণ আমি বরিশালের ছেলে হিসেবে অবশ্যই বরিশালের হয়ে খেলতে চাই।’

এটা বরিশালের ভক্ত-সমর্থকদের জন্যও কষ্টের সংবাদ বলে দাবি করেন এবং সমাধানের আশাবাদ ব্যক্ত করে এই ওপেনার আরও বলেন, ‘বরিশালের ভক্ত-সমর্থকদের জন্য এটা খুবই কষ্টের হবে যদি শেষ পর্যন্ত তারা (বরিশাল বুলস) খেলতে না পারে। তবে আমি এখনও বিশ্বাস করি এটা একটা সমাধানের পথে আসবে।’

বিপিএলে নিজস্ব ভাবনা নিয়ে বলতে গিয়ে এই ক্রিকেটার বলেন, ‘বিপিএল নিয়ে ভাবনা হচ্ছে, ভালো খেলতে হবে। গত বছর যেভাবে খেলেছি, এ বছর তার চেয়েও ভালো খেলতে হবে। চেষ্টা থাকবে, গত বছরের চেয়ে অবশ্যই ভালো খেলার।’

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন