২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাচ্চুদের জন্ম বারবার হয় না

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫০ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৮

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার ভক্ত। হাসপাতালে ছুটে যান তারকারাও। সেখানে কথা বলেন আরেক সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।

তিনি বলেন, আইয়ুব বাচ্চু আমাকে বড় ভাইয়ের সম্মান দিতো। বাসায় আসা-যাওয়া ছিল ভাইয়ের মতোই। অনেক স্মৃতি জড়িয়ে। ওর জন্য সঙ্গীতাঙ্গন এগিয়েছে বহুদূর।

বাচ্চুর মৃত্যুর খবরে হাসপাতালে আসার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ বলেন, আইয়ুব বাচ্চুর সাথে আমার পরিচয় আশির দশকে। গানের কারণেই আমার সাথে ওর গভীরতা। সারাটি জীবন ও ছিল গানের পাগল, গিটারের পাগল। ওর গানগুলো যেমন ভালো, তারচেয়েও ভালো ছিল ওর মন। ওকে এভাবে হারাবো চিন্তাতীত। বাচ্চুদের জন্ম বারবার হয় না। ওর শূন্যতা কাটানো সম্ভব না। সবাই দোয়া করবেন, বাচ্চু ভালো থাকুক।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন