২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিসিসির ২৩ নম্বর ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর বাহারের প্রতীক ঘুড়ি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ১০ জুলাই ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিন ব্যক্তি। তাদের প্রত্যেককে মঙ্গলবার (১০ জুলাই) প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পরপরই প্রচার প্রচারণা চালিয়ে ব্যস্ত সময়র পাড় করছেন প্রার্থীরা।

এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার পেয়েছেন ঘুড়ি প্রতীক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এমরান চৌধুরী জামাল পেয়েছেন ঠেলাগাড়ি ও অপর প্রার্থী মাস্টার মিজানুর রহমান পেয়েছেন টিফিন ক্যারিয়ার।

শহরের ২৩ নম্বর ওয়ার্ড থেকে উপ-নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে কাউন্সিলর এনামুল হক বাহার দেখিয়েছেন উন্নয়ন কারিশমা। ওয়ার্ডের অধিকাংশ এলাকার সড়ক উন্নয়ন ড্রেন নির্মাণ ও সামাজিক সাংস্কৃতিক কাজ এগিয়ে নিয়েছেন নিজ কর্মদক্ষতায়।

আগামী দিনে স্বপ্ন দেখছেন বরিশাল সিটি কর্পোরেশন ২৩ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে। অবশ্য ওয়ার্ডবাসীও কাউন্সিলরের সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্যদিয়ে পেতে চাইছে একটি আধুনিক ওয়ার্ড।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের ভালবাসায় ফের কাউন্সিলর হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন আওয়ামী লীগ নেতা জনপ্রিয় কাউন্সিলর এনামুল হক বাহার।

মঙ্গলবার প্রতীক পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাউন্সিলর বাহার জানিয়েছেন- সাবেক কাউন্সিলর রেজভী চৌধুরীর মৃত্যু পরে উপ-নির্বাচনে ওয়ার্ডবাসী তাকে ভালবেসে নির্বাচিত করেছে। যে কারণে দায়িত্ব পালনের পুরোটা সময়ই ওয়ার্ডের বাসিন্দাদের সুখ দুখে পাশে ছিলেন।

তাছাড়া এলাকার উন্নয়নেও অগ্রণী ভুমিকা রেখেছেন। মূলত এই কারণেই আগামীতেও তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চাইছে ওয়ার্ডবাসী।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন