ভাষা সংগ্রামের ইতিহাসে রক্ত পলাশের মতো ফুটে আছে একুশে ফেব্রুয়ারি। আজ বুধবার সেই মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ণময় কর্মসূচিতে স্মরণ করা হবে দিবসটি। বাঙালি, অবাঙালি সব মানুষ আজ এক হয়ে গাইবে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের উদ্দেশে গান, শ্রদ্ধায় নিবেদন করবে পুষ্পের অর্ঘ্য।
শহীদ মিনারে নামবে মানুষের ঢল। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে এটি আন্তর্জাতিক পর্যায়েও পালিত হচ্ছে। মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর পূর্ণ হবে আজ।
দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
এই দিবসটি উপলক্ষে বরিশালে মুক্তিযোদ্ধাদের সংগঠন, প্রশাসন, রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারিতে তাঁদের রক্তে রাঙা হয়েছিল ঢাকার রাজপথ। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে উত্তাল ছিল দেশ। কেন্দ্রে ছিল ঢাকার ছাত্র-জনতা। ভাষার মর্যাদা রক্ষায় গুলিতে বিদ্ধ হয়ে প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বাররা। তাঁদের প্রাণদানের পথ ধরে একাত্তরের যুদ্ধে এসেছিল বাংলাদেশি বাঙালিদের মুক্তি। মুক্তির এ গানের সুর প্রথম তোলা হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলন থেকেই। একুশ বাঙালি চেতনার রঙিন প্রতীক।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, ‘আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষাশহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা শহীদদের।
আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মাতৃভাষার দাবিতে সোচ্চার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সকল ভাষা সৈনিককে, যাঁদের অসীম ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে। বাঙালি পায় মাতৃভাষার অধিকার।’
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত আট বছরে সরকার দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত অগ্রগতি অর্জন করেছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। ২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করব, ইনশাল্লাহ।”
শিরোনামOther