পত্রপত্রিকায় ‘এতিমদের সহযোগিতায় হাত বাড়ান’ শিরোনামে বিজ্ঞাপনটি দেখে বসে থাকতে পারলেন না সমাজসেবক আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। শনিবার সংবাদপত্রের কল্যাণে বিষয়টি তার নজরে আসার পরপরই নেয়া শুরু করেন খোঁজ-খবর। এমনকি সংশ্লিট কাউনিয়া থানাধীন পলাশপুরের সেই ‘‘রহমানিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং’ এ ওসিকে পাঠিয়ে খোঁজ-খবর নিলেন।
সরেজমিন ছুটে গিয়ে অসহায় এতিম শিশুদের কষ্টের জীবন কাহিনী শুনলেন।
মাদ্রাসা সংশ্লিষ্টরা জানিয়েছে অসহায় শিশুদের পাশে দাড়ানোর জন্যই বরিশাল জেলা আ’লীগের সভাপতি হাসানাত খোঁজ-খবর নিচ্ছেন। খুব শিগগিরই মাদ্রাসা ও এতিমখানাটি স্থায়ী জমি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় আবুল হাসানাত আব্দুল্লাহ পাশে থাকার বিষয়টি জানিয়েছেন।
অবশ্য ওসি নুরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেছেন, এতিমদের নিয়ে সাংসদের ভাবনা রয়েছে। যে কারণে জরুরি ভিত্তিতে তাকে সেখানে যেতে বলা হয়েছে। তিনি পরিদর্শনের পরপরই মাদ্রাসার সার্বিক বিষয়াদি আবুল হাসানাত আব্দুল্লাহকে অবহিত করেছেন।
ওসি আশা প্রকাশ করে জানিয়েছেন সাংসদের পক্ষ থেকে মাদ্রাসার কর্তৃপক্ষকে জমি ক্রয়ের ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত এতিমখানাটির পরিচালক মো. নুরুল ইসলাম ফিরোজি বরিশালটাইমসকে বলেন, মাদ্রাসাটিতে আবাসন সংকট থাকার কারণে শতাধিক শিক্ষার্থী দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে বরিশালের সংবাদপত্রগুলোতে জমি ক্রয়ের ক্ষেত্রে সাহায্যের আবেদন জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেই বিষয়টি সাংসদের নজরে গেলে তিনি কাউনিয়া থানার ওসি নুরুল ইসলামকে পাঠিয়ে খোঁজ-খবর নিয়েছেন।’
শিরোনামOther