বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) সংসদ সদস্য জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে উপস্থিত এমপি, পুলিশ ও দলীয় নেতাকর্মীরা পরিস্থিতির সামাল দেয়। এ সময় চরম বিব্রতকর অবস্থায় পড়েন বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করছিলেন স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান। এ সময় হঠাৎ পরিষদ সভাকক্ষের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমপি অনুসারী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহব্বায়ক শিপন মোল্লা ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক খবির উদ্দিনের সাথে উপজেলা চেয়ারম্যানের অনুসারী ফিরোজ হোসেনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর এমপি অনুসারী শিপন মোল্লা, খবির উদ্দিন ও রিপন মোল্লার সাথে উপজেলা চেয়ারম্যান অনুসারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, বিএনপি থেকে সদ্য আ’লীগে আসা ফিরোজ, কামাল, মনির বালী ও বহিষ্কৃত যুবলীগ নেতা স্বপন হাওলাদার সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দলের শীর্ষ নেতার সামনেই তারা মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উপস্থিত সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসসহ দলীয় নেতাকর্মীরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় পর থেকে পুরো উপজেলাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এমনকি উপজেলার বিভিন্নস্থানে এমপি গ্রুপের অনুসারী-সমর্থকরা দফায় দফায় মহড়া দিচ্ছেন। এ সংঘর্ষের ধারাবাহিকতায় স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান অনুসারীদের মধ্যে যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে একটু সমস্যা হয়েছে। এর বাইরে কিছুই নয়।’
শিরোনামOther