৪ ঘণ্টা আগের আপডেট রাত ৪:৩১ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

উজিরপুরে এমপি চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ: আহত ১০

বরিশালটাইমস রিপোর্ট
৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) সংসদ সদস্য জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থলে উপস্থিত এমপি, পুলিশ ও দলীয় নেতাকর্মীরা পরিস্থিতির সামাল দেয়। এ সময় চরম বিব্রতকর অবস্থায় পড়েন বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করছিলেন স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান। এ সময় হঠাৎ পরিষদ সভাকক্ষের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমপি অনুসারী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহব্বায়ক শিপন মোল্লা ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক খবির উদ্দিনের সাথে উপজেলা চেয়ারম্যানের অনুসারী ফিরোজ হোসেনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর এমপি অনুসারী শিপন মোল্লা, খবির উদ্দিন ও রিপন মোল্লার সাথে উপজেলা চেয়ারম্যান অনুসারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, বিএনপি থেকে সদ্য আ’লীগে আসা ফিরোজ, কামাল, মনির বালী ও বহিষ্কৃত যুবলীগ নেতা স্বপন হাওলাদার সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দলের শীর্ষ নেতার সামনেই তারা মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উপস্থিত সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসসহ দলীয় নেতাকর্মীরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ ঘটনায় পর থেকে পুরো উপজেলাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এমনকি উপজেলার বিভিন্নস্থানে এমপি গ্রুপের অনুসারী-সমর্থকরা দফায় দফায় মহড়া দিচ্ছেন। এ সংঘর্ষের ধারাবাহিকতায় স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান অনুসারীদের মধ্যে যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে একটু সমস্যা হয়েছে। এর বাইরে কিছুই নয়।’

 

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির