বরিশালের উজিরপুর উপজেলার একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫৭ জন আক্রান্ত হয়েছেন। শনিবার থেকে রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১টার মধ্যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রোববার বেলা ১২টার দিকে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
ওই উপজেলায় কর্মরত সাংবাদিক জহির খান বরিশালটাইমসকে জানিয়েছেন- উপজেলার হস্তিশুন্ড গ্রামের ওই কুকুরটি আকস্মিক পথচারীদের কামড়ানো শুরু করে।
একপর্যায়ে অন্তত ৫৭ জন মানুষকে কামড় দেয়। আক্রান্তরা সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টির সত্যতা বরিশালটাইমসকে নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। কিন্তু আগেই ক্ষুব্ধ এলাকাবাসী পাগলা কুকুরটি পিটিয়ে হত্যা করেছেন। ’’
শিরোনামOther