বরিশালে কিন্ডারগার্টেন অ্যাসোয়িশেন ২০১৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় নুসাইবা জামান। তিনি নগরীর ক্রিয়েটিভ কিন্ডারগার্টেন থেকে বৃত্তি পেয়েছেন। নুসাইবা বর্তমানে বরিশাল কালেক্টর্রেট স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী।
তার বাবা আসাদুজ্জামান শামীম একজন ব্যবসায়ী এবং মা তানজিলা মৌ একজন শিক্ষিকা যিনি যুব স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের প্রশিক্ষণ, বির্তক ও কর্মসূচি বাস্তবায়ন পরিচালক হিসেবে কর্মরত আছেন।
নুসাইবা এবারসহ সর্বমোট ৩ বার বরিশালে কিন্ডারগার্টেন অ্যাসোয়িশেন বৃত্তি লাভ করেছেন। তার কৃতিত্বে বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা ও মহাসচিব শামীম রহমান সোহাগ শুভেচ্ছা জানিয়েছেন। বড় হয়ে নুসাইবা প্রকৌশলী হতে চান। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
Other