স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেছেন, ‘আগের পুলিশ আ আমাদের এই পুলিশ এক নয়। এখন পুলিশ বাহিনী অনেক শক্তিশালি। তবে আরও শক্তিশালী করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে কোস্টগার্ড এবং র্যাবকেও।’
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বরিশাল র্যাব-৮ কমপ্লেক্সে আয়োজিত তিন ভয়ানক জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
৩৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৯৬৯ রাউন্ড বিভিন্ন গোলাবারুদসহ সুন্দরবনের তিন জলদস্যু বাহিনীর ৩৮ জন সদস্য মঙ্গলবার বরিশালে আত্মসমর্পণ করে। এ নিয়ে মোট ১৭টি জলদস্যু বাহিনী র্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আত্মসমর্পণ করা জলদস্যু বাহিনী তাদের ভুল বুঝতে পেরেছে। আর সেই ভুল বুঝেই তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা তাদের জীবিকা নিয়ে যাতে সমস্যায় না পড়ে এর জন্য সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে। তবে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা জলদস্যুতা করছে বেশিরভাগই নানাভাবে অত্যাচারিত হয়ে দস্যু বাহিনী গড়ে তুলেছে। আমাদের কাছে খবর রয়েছে যে, স্থানীয় কিছু অসাধু লোকজন তাদের দস্যুতা করতে বাধ্য করছে।’
শিরোনামOther