পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একই রাতে ৪ বাড়িতে ডাকাতি ও এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন বিপুল বৈরাগী ও রতন নামে দুই গৃহকর্তা।
পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার বরিশালটাইমসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার গভীর রাতে রামচন্দ্রপুর গ্রামে ৪টি হিন্দু বাড়িতে গণডাকাতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে পত্তাশী এলাকার ইউসুফ বিডিআরের বাড়িতে হানা দেয়।
সেখানে দরজা খোলার চেষ্টা করলে ঘরের লোকজন টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দিলে ডাকাত দল দ্রুত সেখান থেকে সটকে পড়ে।
পরে তারা পার্শ্ববর্তী হিন্দুপাড়ায় ঢুকে স্থানীয় একটি মন্দিরের মাইক খুলে নিয়ে যায়। এরপর হিন্দু অধ্যুষিত রামচন্দ্রপুর গ্রামে রাত আনুমানিক দেড়টার দিকে ৩ বাড়িতে গণডাকাতি করে।
এসময় ডাকাত দল প্রথমে সুশেন মন্ডলের ঘরের দরজার সিটকানি কৌশলে খুলে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তার নবম শ্রেণি পড়ুয়া নাতনীকে তুলে নেয়ার হুমকি দেয়।
তখন বিদেশ থেকে আসা সুশেন মন্ডলের মেয়ের কাছে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা, ৭টি বিদেশী টর্চ লাইট ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।
এরপর পার্শ্ববর্তী বিপুল বৈরাগীর ঘরের দরজা ভেঙে ঢুকে তাদেরকে জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তারপর রতন মজুমদারের ঘরের জানালা ভেঙে ডাকাত দল ঘরে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, নিরঞ্জন মাঝির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সকলকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, ২টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
অপরদিকে গাবগাছিয়া গ্রামের ভেন্ডার ব্যবসায়ী রফিকুল ইসলাম ফরিদ গাজীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির সবাই বেড়াতে যাওয়ার সুযোগ নিয়ে চোর চক্র তার বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে ঢুকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে যায়।
ডাকাতির শিকার রামচন্দ্রপুর গ্রামের সুশেন মন্ডল বরিশালটাইমসকে জানান, ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল সোমবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাদের সকলকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা, ৭টি বিদেশী টর্চ লাইট ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বরিশালটাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
শিরোনামOther