পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাহবুব খলিফা (২৮) নামে এক ব্যবসায়ী গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মাহবুব উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের মৃত মো. সুলতান খলিফার ছেলে।
গত সোমবার (০১ জানুয়ারি) বাড়ি থেকে ব্যবসার কাজে হারজী নলবুনীয়া গ্রামে যান তিনি। কিন্তু পরবর্তীতে তিনি আর বাড়ি ফেরেন নি।
এই ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী মাহবুরের ছোট ভাই সোহেল খলিফা মঙ্গলবার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওই ডায়েরিতে বলা হয়েছে- উপজেলার গিলাবাদ গ্রামের মাহবুব খলিফা স্থানীয় মিরুখালী বাজারে ড্রেজারের ব্যবসা পরিচালনা করে আসছেন। গতকাল সোমবার পার্শ্ববর্তী হারজী নলবুনীয়া গ্রামের কে এম ইউসুফ আলী বাড়ির সাইটে কাজে যান তিনি।
এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে আজ মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম ব্যবসায়ী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান- এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির ছোট ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানের চেষ্টা চলছে বলে জানান ওসি।
শিরোনামOther