৩৯ িনিট আগের আপডেট রাত ৮:৪৯ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরগুনায় অপহরণ মামলায় একজনের যাবজ্জীবনসহ ৩ জনের কারাদণ্ড

বরিশালটাইমস রিপোর্ট
১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

বরগুনার বামনা উপজেলায় ডাকাতি ও অপহরণের মামলায় একজনকে যাবজ্জীবন এবং দুইজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা এবং বাকি দুজনকে ৩০ হাজার করে টাকা জরিমানা করা হয়।আর একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বামনা উপজেলার সাইফ উদ্দিন রিমন ও তার ভাই সালাহ উদ্দিন, বামনা উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামের মনির জোমাদ্দার। আর খালাস পাওয়া ব্যক্তি হলেন মোশাররফ হোসেন। এদের মধ্যে সাইফ উদ্দিন রিমনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সাইফ উদ্দিন রিমন ও মনির জোমাদ্দার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে বামনা উপজেলার হোগলপাতি গ্রামে গোলাম মোর্শেদ স্বপনের বাড়িতে ঢুকে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে। এ সময় ডাকাত দল দুই লাখ ১০ হাজার টাকার সোনার গহনা ও গোলাম মোর্শেদের মেয়ে সানজিদা মোর্শেদ তন্নিকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তন্নিকে উদ্ধার করে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সানজিদা মোর্শেদ তন্নি বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করে। বাদীপক্ষে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ বিষয়ে আসামি সাইফ উদ্দিন রিমন বরিশালটাইমসকে বলেন, ‘রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ  ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ  বয়স্ক ভাতা বাড়ল ১০০, বিধবায় ৫০  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমেছে  সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, তিনজনকে কারাদণ্ড  ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর  বরিশাল সিটি নির্বাচন: সাধারণ-সংরক্ষিত আসনে লড়বেন স্বামী-স্ত্রী  যৌতুক না পেয়ে সন্তান রেখে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া স্বামী কারাগারে  তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা  দাম বাড়বে সিগারেটের