বরগুনার বামনা উপজেলায় ডাকাতি ও অপহরণের মামলায় একজনকে যাবজ্জীবন এবং দুইজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা এবং বাকি দুজনকে ৩০ হাজার করে টাকা জরিমানা করা হয়।আর একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (০৪ ফেব্রুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বামনা উপজেলার সাইফ উদ্দিন রিমন ও তার ভাই সালাহ উদ্দিন, বামনা উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামের মনির জোমাদ্দার। আর খালাস পাওয়া ব্যক্তি হলেন মোশাররফ হোসেন। এদের মধ্যে সাইফ উদ্দিন রিমনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় সাইফ উদ্দিন রিমন ও মনির জোমাদ্দার আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে বামনা উপজেলার হোগলপাতি গ্রামে গোলাম মোর্শেদ স্বপনের বাড়িতে ঢুকে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে। এ সময় ডাকাত দল দুই লাখ ১০ হাজার টাকার সোনার গহনা ও গোলাম মোর্শেদের মেয়ে সানজিদা মোর্শেদ তন্নিকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তন্নিকে উদ্ধার করে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সানজিদা মোর্শেদ তন্নি বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করে। বাদীপক্ষে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ বিষয়ে আসামি সাইফ উদ্দিন রিমন বরিশালটাইমসকে বলেন, ‘রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
শিরোনামOther