বরিশাল শহর থেকে আমেরিকান ডলারসহ মো. কামাল হোসেন রাঢ়ী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কাকলীর মোড়ে “হোটেল আমিরী আবাসিক বোডিংয়ের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক কামাল হোসেন রাঢ়ী শহরের গোড়াচাঁদ দাস রোডের হালিমা খাতুন স্কুলের সামনের মৃত ওয়াজেদ আলী রাঢ়ীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলের ১৯ নম্বর কক্ষ কামাল হোসেন রাঢ়ীকে আটক করা হয়। ওই সময় তার কাছে ১ হাজার ৬০০ টাকার আমেরিকান ডলার পাওয়া যায়।
এই টাকার কোন বৈধ প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি।
যে কারণে তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে।’
শিরোনামOther