বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে শুরু হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের ১১৮তম জন্মদিন উপলক্ষে মেলা। তৃতীয়বারের মত তিন দিনের এই মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।
এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বই মেলা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের পর এই মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহান আরা বেগম।
উদ্বোধক বলেন- জীবনানন্দ দাস বরিশালে জন্ম নিয়েছিলেন। তার স্মৃতি ধরে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আগে দু’বার বাঁধার সম্মুখীন হয়েছে তাদের কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে। যা সংসদে পর্যন্ত উত্থাপিত হয়েছে। এজন্য কলেজ কর্তৃপক্ষতে তিনি অনুরোধ করেন যাতে করে তরুণ প্রজন্ম জীবনানন্দ দাসকে নিয়ে তাদের আয়োজন নির্বিঘেœ সম্পন্ন করতে পারে সে জন্য পদক্ষেপ নেয়ার।
উত্তরণের আয়োজনে জীবনানন্দ মেলা উদ্যাপন পর্ষদের আহবায় সৈয়দ মেহেদি হাসান জানান, এবারের মেলায় ৩৪টি স্টল রয়েছে। যেখানে বইসহ নানা ধরণের পসরা থাকছে। এছাড়া প্রতিদিন জীবনানন্দ দাসকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।’
মেলার প্রথম দিনেই পছন্দের বই কিনতে পেয়ে বেশ খুশি মুনিরা ইসলাম নামের এক শিক্ষার্থী। এদিকে তরুণ প্রজন্ম সাকিল আহমেদ মনে করেন, জীবনানন্দ দাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আরও ব্যাপক পরিসরে সভা, সেমিনার যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে করা উচিত।”
Other