সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘মুক্তবুলি’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জমজম ইনস্টিটিউট মিলনায়তনে বরিশাল সংস্কৃতিকেন্দ্র আয়োজিত আলোচনা সভায় এই মোড়ক উন্মোচন করা হয়।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অধ্যাপক মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্্র অ্যান্ড প্লান ব্রিডিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবদুল লতিফ, প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মামুন উর রশিদ, বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মোঃ নূরুজ্জামান, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মোঃ আবদুল হাই ও মুহাম্মদ আবদুল মান্নান, জমজম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক এবং মুক্তবুলি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আযাদ আলাউদ্দীন, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ ওয়ালিদুর রহমান প্রমুখ।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারি পরিচালক তৈয়বুর রহমান আজাদ ও মোঃ কবিরের পরিচালনায় অনুষ্ঠানে ‘মুক্তবুলি’ প্রথম সংখ্যার সেরা লেখক হিসেবে বিশিষ্ট গবেষক মাহমুদ ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন বাকলা কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংগঠনিকভাবে ভাষা আন্দোলনের সূত্রপাত করেছিল তমদ্দুন মজলিশ, অথচ এখন সেই তমদ্দুন মজলিস ও ভাষা আন্দোলনের মূল স্থপতি প্রিন্সিপাল আবুল কাশেমকে যথার্থভাবে স্মরণ করা হয় না। ইতিহাস বিকৃতি থেকে রক্ষা পেতে দেশ ও জাতির প্রকৃত ইতিহাস অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচকগণ বলেন ‘মুক্তবুলি’ ইতিহাস ও ঐতিহ্য সচেতন একটি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা।
‘পাঠক যারা, লেখক তারা’ এই শ্লোগান নিয়ে ২০১৮ সালের ৫ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে ‘মুক্তবুলি’ প্রথম সংখ্যা। ইতোমধ্যে এই ম্যাগাজিন বিপুল সংখ্যক পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”
Other