ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৫৪ ; সোমবার ; জুন ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে ‘মুক্তবুলি’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন

বরিশালটাইমস রিপোর্ট
৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘মুক্তবুলি’ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জমজম ইনস্টিটিউট মিলনায়তনে বরিশাল সংস্কৃতিকেন্দ্র আয়োজিত আলোচনা সভায় এই মোড়ক উন্মোচন করা হয়।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অধ্যাপক মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্্র অ্যান্ড প্লান ব্রিডিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবদুল লতিফ, প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মামুন উর রশিদ, বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মোঃ নূরুজ্জামান, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মোঃ আবদুল হাই ও মুহাম্মদ আবদুল মান্নান, জমজম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক এবং মুক্তবুলি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আযাদ আলাউদ্দীন, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ ওয়ালিদুর রহমান প্রমুখ।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারি পরিচালক তৈয়বুর রহমান আজাদ ও মোঃ কবিরের পরিচালনায় অনুষ্ঠানে ‘মুক্তবুলি’ প্রথম সংখ্যার সেরা লেখক হিসেবে বিশিষ্ট গবেষক মাহমুদ ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন বাকলা কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংগঠনিকভাবে ভাষা আন্দোলনের সূত্রপাত করেছিল তমদ্দুন মজলিশ, অথচ এখন সেই তমদ্দুন মজলিস ও ভাষা আন্দোলনের মূল স্থপতি প্রিন্সিপাল আবুল কাশেমকে যথার্থভাবে স্মরণ করা হয় না। ইতিহাস বিকৃতি থেকে রক্ষা পেতে দেশ ও জাতির প্রকৃত ইতিহাস অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচকগণ বলেন ‘মুক্তবুলি’ ইতিহাস ও ঐতিহ্য সচেতন একটি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা।

‘পাঠক যারা, লেখক তারা’ এই শ্লোগান নিয়ে ২০১৮ সালের ৫ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে ‘মুক্তবুলি’ প্রথম সংখ্যা। ইতোমধ্যে এই ম্যাগাজিন বিপুল সংখ্যক পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২  গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ