‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এই শ্লোগান বক্ষে ধারণ করে বরিশালে পালিত হয়েছে উনষত্তরের গণঅভ্যুত্থানের নায়ক আসাদুজ্জামান আসাদ’র ৪৯তম শহীদ দিবস। আসাদ পরিষদ জেলা শাখার আয়োজনে শনিবার (২০ জানুয়ারি) সকাল দশটায় অশ্বিনী কুমার হল চত্বরে আসাদ’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে সূচনা হয় কর্মসূচির।
আসাদ পরিষদের জেলা সভাপতি ডা. মিজানুর রহমান সভাপতির বক্তব্যে বলেন- ৬৯ গণঅভ্যুত্থান এদেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। আর ওই দিন ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্রইউনিয়ন নেতা আসাদের মৃত্যু আইউব শাহীর পতন তরান্বিত করেছিল।
তিনি বর্তমান প্রজন্মকে আহবান করেন আসাদের ন্যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের পানে এগিয়ে যাওয়ার।
এখানে আরও বক্তব্য রাখেন- কমিউস্টি পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, গণফোরামজেলা সভাপতি এ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু ও বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।’’
Other