বরিশাল শহরের সাগরদীতে স্কুলছাত্র আবু সালেহ’র খুনি হৃদয়কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের নেতৃত্বে একটি টিম তাকে সোমবার (২২ জানুয়ারি) রাতে আটক করেন। সেই সাথে উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র খুনে ব্যবহৃত শাবলটি।
দীর্ঘ দেড়মাস পলাতক থাকা হৃদয়কে কালিজিরা ব্রিজ থেকে গতকাল রাত ৮টার দিকে গ্রেপ্তারে সফলতা পায় পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানিয়েছেন- গতকাল রাতে হৃদয়কে আটকের পরে তার স্বীকারোক্তি মতে স্থানীয় দেলোয়ার মৃধার বাসা তল্লাশি করে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার শাবলটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১০ ডিসেম্বর রাতে নগরীর রূপাতলী এলাকার শের-ই বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধকে কেন্দ্র করে নুরিয়া স্কুলের শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার হৃদয়।
এতে সে গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকেন্ডর পর থেকেই পলাতক ছিলো হত্যাকারী সরকাররি সৈয়দ হামেত আলী কলেজ ছাত্র কিশোর হৃদয়।’
শিরোনামOther