৪৪ মিনিট আগের আপডেট বিকাল ৫:৯ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট
২:৪৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

বরিশালের গৌরনদী উপজেলায় খাদেম সরদার হত্যা মামলায় অভিযুক্ত একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলা থেকে ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (০৭ মার্চ) বেলা ১২টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নানু মৃধা (৪০) ওই উপজেলার গৌরনদী থানাধীন নন্দনপট্টি এলাকার মৃত শফিজউদ্দিন মৃধার ছেলে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ফাঁসির দন্ডপ্রাপ্ত নান্নুর ভাই সেন্টু মৃধা (৩৫) এবং ধানডোবা এলাকার ফানুস মৃধার ছেলে আলাম মৃধা (৩৭)।’

বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন কাবুল মামলার নথির বরাত দিয়ে জানিয়েছেন- দণ্ডপ্রাপ্তরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু স্থানীয় সরদার বাড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদ কমিটির সদস্যরা তাদের মাদক ব্যবসা বন্ধ করার পরামর্শ দেন এবং পরবর্তীতে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন। এর কিছুদিন পরে দণ্ডপ্রাপ্তদের বাড়িতে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। যা নিয়ে মসজিদ কমিটির সদস্যদের ওপর ক্ষিপ্ত হন দণ্ডপ্রাপ্তরা। তাছাড়া মামলার বাদী পক্ষের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধও রয়েছে।

সেই বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন ২০১৪ সালের ১৩ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে সরদার বাড়ি সংলগ্ন খালপাড়ে শাহ আলম সরদার, তার ভাই আসলাম সরদার ও তাদের বাবা খাদেম সর্দারের ওপর দণ্ডপ্রাপ্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন। হামলায় বাদী প্রাণে রক্ষা পেলেও তার বাবা খাদেম সরদার মারা যান। এবং বাদীর ভাই আসলাম সরদার পঙ্গুত্ব বরণ করেন।

এ ঘটনায় বাদী আল আকসা জামে মসজিদ কমিটির সেক্রেটারি শাহ আলম সরদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় সিআইডি বরিশাল জোনের পরিদর্শক সেলিম শাহনেওয়াজ ২০১৫ সালের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১১ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নানু মৃধা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আলাম মৃধার উপস্থিতিতে রায় ঘোষণা করেন।’’

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত  ঝালকাঠি/ চার বছর ধরে রমজানে লাভ ছাড়াই চাল বিক্রি!  শতকোটি টাকা আত্মসাতে আ. লীগ নেতা গ্রেফতার: এলাকায় মিষ্টি বিতরণ  ছাত্রলীগ নেতার কোমরে পিস্তল: ফেসবুকে ছবি ভাইরাল  এক বছরে দুই রমজান: রাখতে হবে ৩৬ রোজা  বিষপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা  ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ  বরিশালগামী শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশাচালক নিহত  ব্রয়লার মুরগির দাম স্থির হলেও, নতুন রেকর্ড গড়েছে দেশি মুরগি  সুপেয় পানি পাচ্ছে না ২৩০ কোটি মানুষ