রাজনৈতিক কোনো প্যানেল ছাড়াই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার (১৫ ফেব্র“য়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।
বরিশাল জেলা আইনজীবী সমিতির ৫ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।’
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মহসিন বরিশালটাইমসকে জানান, আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৮০০ হলেও চাঁদা পরিশোধ করে ভোটার হয়েছে ৮৩৪ জন আইনজীবী। সভাপতি ও সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে দুটি দলে বিভক্ত হয়ে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাতভর ভোট গণনা শেষে আগামীকাল সকালে ফলাফল ঘোষণা করা হবে।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে- রাজনৈতিক কোনো প্যানেল না থাকলেও আওয়ামী লীগ ও বিএনপি ঘরানার আইনজীবীরা দুটি দলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান আওয়ামী লীগ ঘরানার সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু ও বিএনপি ঘরানার আবুল কালাম আজাদ। সম্পাদক পদে আওয়ামী লীগ ঘরানার দেলোয়ার হোসেন দিলু এবং বিএনপি ঘরানার সাদিকুর রহমান লিংকন প্রার্থী হয়েছেন।’
শিরোনামOther