৪ ঘণ্টা আগের আপডেট সকাল ৫:১৪ ; সোমবার ; জুন ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে: চিফ হুইপ

বরিশালটাইমস রিপোর্ট
৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮

আঞ্চলিক ও দেশীয় পর্যায়ে অপরিকল্পিত উন্নয়ন বাংলাদেশে প্রবাহমান নদীগুলোকে মেরে ফেলেছে। একই সঙ্গে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্যাগুলোও তৈরি হচ্ছে নদী ও পানি কেন্দ্রীক। বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিবর্গ এমন পরিস্থিতিতে নদী ও পানি কেন্দ্রীক উন্নয়ন প্রণয়ন ও বাস্তবায়নের কথা বললেন।

কলাপাড়া উপজেলার কুয়াকাটায় অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত ‘পানি ও জন-উদ্ভাবন’ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এমন মতামত উঠে আসে। পানির ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দিনব্যাপী এ সম্মেলন শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) উদ্বোধন করেন জাতীয় সংসদের চিপ হুইফ আসম ফিরোজ এমপি।

তিনি বলেন- উজানে ফারাক্কার মতো বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে। পানি ও নদীর নিজস্ব যে গতিধারা রয়েছে তা রক্ষা করতে পানির ব্যবহার নিয়ে কর্মসূচি হাতে নিতে হবে। পানি দূষণ রোধ করতে হবে। যাচ্ছে তাই পানির ব্যবহার রোধ করতে হবে। বর্ষায় পানি ধরে রাখতে হবে। ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার কমাতে এসব কর্মপন্থা হাতে নিতে হবে।

পানির ব্যবহার নিয়ে আজকে আলোচনা করতে হয়। বুড়িগঙ্গার পানি এখন ব্যবহার অনুপযোগী। পানি দূষণ রোধে কাজ করতে হবে। পানি ব্যবহারে এখনই সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়তে হবে।

শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা হোটেল বীচ হ্যাভেন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে আসম ফিরোজ এমপি আরও বলেন, দেশ কীভাবে চলছে তা সবাই দেখছেন। সারা বিশে^ বাংলাদেশ আজ মাথা উঁচু করে আছে। নৈরাজ্য নয়। উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য রাখেন- বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। সভাপতিত্ব করেন অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান মঞ্জুর হাসান ওবিই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

বিষয়ভিত্তিক আলোচনা করেন- কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, নতুন উদ্ভাবনা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মনিরামপুর যশোরের ঝাপাগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মাদ আসাদুজ্জামান, নেপালের মহিলা অধিকার মঞ্চের নেত্রী সাবিত্রী পোখরেল, চীনের তিয়ানজিন ফিন্যান্স ও অর্থনীতি বিশ^বিদ্যালয়ের উদ্যোগ ও উদ্ভাবন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ঝাং লিয়ান প্রমুখ।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, ইউএনও মো. তানভীর রহমান, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, মহিপুর থানার ওসি মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ, বিভিন্ন উন্নয়ন সংস্থার ব্যক্তিবর্গসহ আন্ধারমানিক নদী পাড়ের সাধারণ অর্ধশত নরনারী উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন- বাংলাদেশ, নেপাল ও ভারতের নদীগুলোকে কেন্দ্র করে বহু দ্বিপাক্ষিক চুক্তি করা হয়। কিন্তু এসব চুক্তি কখনও নদীর ওপর সাধারণের অধিকার কিংবা স্বতন্ত্র স্বত্তা হিসাবে নদীর নিজের অধিকারের আলোচনা স্থান দেয়া হয়নি।

অপরিকল্পিত বাঁধ ও গতিপ্রবাহ আটকে দেয়ায় নদীর মতো নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত করছে। শনিবার পাখিমারা পানি জাদুঘরে দ্বিতীয় দিনের সমম্মেলন অনুষ্ঠিত হবে।’’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২  গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ