১ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৫৩ ; শনিবার ; জুন ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

রঙ-বেরঙের টুপিতে বৈচিত্র্যময় মোদি

বরিশালটাইমস রিপোর্ট
১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

অরুণাচল প্রদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাবেন তিনি। তবে বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে অন্যরকম মেজাজে ধরা পড়লেন মোদি। প্রচারের সময় তিনি পরলেন অরুণাচল প্রদেশের স্থানীয় পোশাক। আবার মাথায়ও দেখা গেলো স্থানীয় বোপিয়া টুপি।

তবে এই প্রথমবার নয়। এর আগেও তিনি অন্যান্য দেশে গিয়েও সেখানের ট্রাডিশনাল পোশাক পরেছেন। অরুণাচল প্রদেশে প্রচারের সময় মোদি সেখানের স্থানীয় টুপি দুমলুক পরেন।

নরেন্দ্র মোদি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পরে এই ধরনের রণনীতি নিয়েছেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তা আরও দৃঢ় করতেই মোদির এই প্রয়াস বলে একাংশের মত।

কর্ণাটক হোক বা পাঞ্জাব, সেখানের পোশাকেই জনমানসে এসেছেন তিনি। তবে শুধু নির্বাচনী প্রচার ময়দানেই নয়, ২৬ জানুয়ারি থেকে ১৫ আগস্ট, পাগড়ি হোক বা টুপি তাকে বারবার দেখা গেছে ভিন্ন পোশাকে। পাঞ্জাবেই যেমন তিনি পরেছিলেন দস্তার।

টুপির প্রসঙ্গে থাকলে উঠে আসে আরও নানা ছবি। লাদাখি পোশাকের সঙ্গে লাদাখি টুপিতেও দেখা দিয়েছেন তিনি।

বিদেশের দিকে চোখ রাখলে দেখা যায়, মায়ানমারে গিয়েও হেড ব়্যাপ পরেন তিনি।

নাগাল্যান্ডে তাকে হর্ণবিল উৎসবে ট্র্যাডিশনাল নাগা ওয়ারিয়র টুপিতে দেখা গিয়েছিল।

আবার মণিপুরে তিনি পরেছিলেন সাদা-সোনালিতে কোয়েত। সেখানেই আবার ময়ূরের পেখমে যুক্ত টুপিও পরেছেন তিনি যা সাধারণত শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্যে অংশগ্রহণ করলে নৃত্যশিল্পীরা পরে থাকেন। তবে মোদি এটি নির্বাচনী প্রচারের সময় ইম্ফলে পরেছিলেন।

হিমাচল প্রদেশে তিনি দেখা দিয়েছিলেন সেখানের ঐতিহ্যবাহী মেরুণ পাহারি টুপিতে।

আসামে গিয়ে তিনি মাথায় নিয়েছিলেন সেখানের ট্র্যাডিশনাল টুপি ঝাপি, যা তৈরি হয় বাঁশ দিয়ে।

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নৌকাপ্রার্থীর উঠান বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ-রক্তপাত  বদলে গেছে ৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা  বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা  পাথরঘাটায় ভাইয়ের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ  জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-দিলশাদ  বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী  বরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’  ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না’  সবজির দাম সামান্য কমলেও মাছ-মাংসে উত্তাপ  বাজেটে কে খুশি হলো খুঁজেই পাচ্ছি না : ফাহমিদা খাতুন