শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে বরিশালের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে ধর্মঘট শুরু হয়েছে। অপরদিকে বিভাগীয় শিক্ষক সমিতি তাদের চলমান কর্মসূচির আজ তৃতীয় দিনে বেলা ১১টায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।
সকালে নগরীর একে স্কুলে গিয়ে দেখা গেছে- ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা ক্লাশে এসে শিক্ষকদের না পেয়ে ফিরে যেতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, বছরের শুরুতেই এই ধর্মঘট তাদের পড়া-লেখায় বিরুপ প্রভাব পড়বে।
ওই স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বরিশালটাইমসকে বললেন, তারা চাননি কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত রাখার ন্যায় কর্মসূচি দিতে। তবে সরকার তাদের ন্যায্য দাবি মেনে নিলে বাড়তি ক্লাশ নিয়ে শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিবেন।
আর আন্দোলনের সাথে যুক্ত শিক্ষক কর্মচারী বিভাগীয় সংগ্রাম কমিটি সদস্য অধ্যক্ষ আকমো মিজানুর রহমান নেতারা বললেন- ৭২ সালের সংবিধানে উল্লেখিত রয়েছে সকল শিক্ষা জাতীয়করণের। এই বিষয়টি কোন সরকার অদ্যাবধি বাস্তবায়ন করেনি।
এজন্য তারা বাধ্য হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধর্মঘটে যেতে। তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকার কথা বলেন।
বিভাগীয় সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম বলেন- আজকের সংবাদ সম্মেলনের পর ২৪ জানুয়ারি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময়, ২৫ জানুয়ারি সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও ২৭ জানুয়ারি সকল বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে সভা করবেন।’
শিরোনামOther