২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আওয়ামী লীগে রাজসিক প্রত্যাবর্তন করলেন হিমু চেয়ারম্যান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ১৩ জানুয়ারি ২০২২


আওয়ামী লীগে রাজসিক প্রত্যাবর্তন করলেন হিমু চেয়ারম্যান

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাদ্য-বাজনা ও ব্যান্ড পার্টিসহ নিজের সহস্রাধিক কর্মী-সমর্থক নিয়ে বিশাল শোডাউন দিয়ে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কামরুল আহসান হিমু খান। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশে বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেন তিনি।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলনের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, বরিশাল ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, মাধবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী প্রমুখ।

আওয়ামী লীগে প্রত্যাবর্তনের ওই অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল প্রমুখ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান ছাড়াও এসময় তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টির ১৮ নেতার নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, ‘কামরুল আহসান হিমু খান আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সংগঠিত করতে তাদের পরিবারের অনেক ত্যাগ রয়েছে। তার চাচাতো ভাই আল-নাহিয়ান খান জয় এখন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। হিমু খান মাঝখানে বিএনপির ভুল রাজনীতিতে জড়িয়ে পড়লেও আমাদের ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে।’

আওয়ামী লীগে প্রত্যাবর্তন প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের চরম দুঃসময়ের একজন সংগঠক হিসেবে বাবুগঞ্জে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা করেন। আমার দাদা মোশারেফ খান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক এবং আমাদের গ্রামের বাড়িতেই অস্থায়ী মুক্তিক্যাম্প হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। মাঝখানে এলাকার ভিন্ন রাজনীতি শিকার হয়ে আওয়ামী লীগ থেকে অভিমানে দূরে সরে থাকলেও আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ চাচার নির্দেশে আবার আমি আওয়ামী লীগে ফিরে এসেছি। এটা যোগদান নয়, আওয়ামী লীগে এটা আমার প্রত্যাবর্তন।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন