২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আমতলী ইউপি নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:২৬ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক বরিশাল : বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনপত্র দাখিলকারীরা হলেন– বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আবুল বাশার নয়ন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, তাঁর ছেলে নিয়াজ মোর্শ্বেদ ইমন, চাচাতো ভাই আবুল হাসান মৃধা, শাহাজাহান কবির, কাঞ্চন আলী মৃধা ও জসিম হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

দাখিল করা এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ‘আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।’

115 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন