২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঈদ না আসতেই আনন্দ জেলে পরিবারে!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ৩১ মে ২০১৯

উপকূলীয় অঞ্চলের বেশির ভাগ মানুষের পেশা মাছ শিকার করা। আর এই কর্মের মাধ্যমেই পূরণ হয় পরিবারের সকল চাহিদা। কিন্তু মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ও মাছ শিকারে সরকারি বাধা থাকলে ভোগান্তির বেড়াজালে আটকে যায় তাদের জীবন। এমন পরিস্থিতিতে যদি কোনো সাহায্য আসে তখন তো পাওয়া যায় ঈদ না আসতেই আনন্দ। ঠিক তেমনি বরগুনার আমতলী উপজেলায় জেলে পরিবারের মাঝে বিশেষ সহায়তা দেওয়ার ঘোষণায় বিরাজ করছে উচ্ছ্বাস ও আনন্দ।

আমতলী মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ৬৫ দিন মাছ শিকার করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তাই তাদের মানবেতর জীবনযাপনের কথা বিবেচনা করে এক মাসের জন্য বিশেষ সহায়তা হিসাবে বিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এতে প্রত্যেক জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। তবে নিবন্ধিত জেলেদের মধ্যেই এই সহায়তা প্রদান করা হবে। আর আমতলী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৭ হাজার ৯শ ১০ জন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার জানান, বরগুনা জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ২৮ মে জেলেদের জন্য ৩১৬.৪ মেট্রিকটন চালের বরাদ্দপত্র পাঠানো হয়েছে। ইতোমধ্যে বরাদ্দপত্র আমরা উপজেলা মৎস্য অফিসে পাঠিয়েছি।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, নিবন্ধিত সকল জেলেদের তালিকা ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি এ সপ্তাহের মধ্যেই জেলেদের মাঝে এই বরাদ্দ বিতরণ করা হবে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন