২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

একুশের চেতনায় আলোকিত মানুষ হতে হবে: ইকবাল হোসেন তাপস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২০

আরিফ আহমেদ মুন্না
বাবুগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেছেন, ‘একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। একুশ মানে নীতির প্রশ্নে এক আপোষহীন প্রতিবাদ। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আলোকিত মানুষ হতে হবে। নিজের দায়িত্বটুকু যথাযথ পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।’

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সজাগ’ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সজাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চাঁদপাশা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার।

সজাগের সম্পাদক আল আমিন হাওলাদারের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবদুর রব হাওলাদার, চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, প্রভাষক জাকির হোসেন, প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

সকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচি শুরু করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সজাগ। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইকবাল হোসেন তাপস। #

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন