২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কাউখালীতে সার্বজনীন পেনশন বিষয় উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৪ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৪

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ বুধবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ সভাকক্ষে সার্বজনীন পেনশন বিষয় উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুল রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সোনালী ব্যাংকের ম্যানেজার রাসেল খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ পাল, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সার্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে বৃদ্ধ বয়সে কোন ব্যক্তিকে কারো বোঝা হয়ে থাকতে হবে না। এই পেনশনের আওতায় কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, গৃহিণী সহ অনুষ্ঠানিক হাতে নিয়োজিত ব্যক্তিগণ নির্ধারিত হারে জমা প্রদান করে এ স্কিমে যুক্ত হতে পারবেন।

98 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন