২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

খালেদার মুক্তি আপনা-আপনি হবে না : আলাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেউ আপনা-আপনি মুক্তি দেবে না, তা আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এলডিপি একাংশের উদ্যোগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, ‘শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না। আর তিনি যতদিন মুক্তি না পাবেন, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। এ দুটোর সমান্তরালে চলছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘এ শেখ হাসিনা সরকার গত ১০/১১ বছরে বিএনপির প্রায় ৩৬ লাখ নেতাকর্মীর নামে মামলা করেছে। যে এক একটি পরিবারে তিনজন করে সদস্য আছে, এখন ৩৬ লাখকে তিন দিয়ে গুন করেন, দেখেন দেড় কোটি ছাড়িয়ে যাচ্ছে প্রায়। এখন এ দেড় কোটির প্রত্যেক পরিবার থেকে যদি একজন করে রাস্তায় নামতে পারি, তাহলে শেখ হাসিনার গুরু, শিষ্য, চেলা এমন কেউ নেই যে এদেরকে থামাতে পারে। আমরা সেটা কখন করব? কীভাবে করব? কী প্রস্তুতি রয়েছে? আমাদের সাধারণ নেতাকর্মীরা সেই জিনিসটাই জানতে চায়। এ কারণে ক্ষোভ নিয়ে তারা বলে, এ ছোট ঘরে মিটিংয়ে আলোচনা সভা করে কোনো লাভ নেই।’

বিএনপির এ নেতা বলেন, ‘আজ একটি গানের কথা খুব মনে পড়ে, (যে রাতের চেয়েও অন্ধকার, অতি সূর্য নাকি স্বপনের চিতা, অতি পাখির গুঞ্জন নাকি হাহাকার)। আজ বাংলাদেশের প্রতিটি মানুষের মনের মধ্যে এই গানের কলি উচ্চারিত হচ্ছে বারবার।’

তিনি বলেন, ‘এক মন্ত্রী বলেছেন, পেঁয়াজের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি হয়েছে। তাহলে চাল-আটা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে সেগুলোর কথা কোন মন্ত্রী বলবেন? এ মন্ত্রীরা কখন যে কী বলে তার ঠিক নেই।’

বর্তমান সরকারের মন্ত্রীদের উদ্দেশে আলাল বলেন, ‘আপনারাতো পদত্যাগ করবেন না, আপনাদের পদত্যাগ করাতে হলে জনগণকে রাস্তায় নেমে করাতে হবে। তারপরেও আপনারা দরখাস্ত দেবেন কিন্তু পদত্যাগ করবেন না।’

আলাল বলেন, ‘আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীরা বলেন- বিএনপির আইনজীবীরা আইনের ঊর্ধ্বে নয়। আমরা তো বলিনি, আমরা আইনের ঊর্ধ্বে। আইনের ঊর্ধ্বে তো আপনারা। আপনারা আদালতের বিরুদ্ধে মিছিল করেছেন লাঠি হাতে নিয়ে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম। তিনি বলেছিলেন কীভাবে লাঠি মারতে হয় আওয়ামী লীগ ভালো করে জানে। শুধু তাই নয়, বিচারপতির এজলাস ভাঙচুর করেছিলেন আওয়ামী লীগের আইনজীবীরা। যে খসরুজ্জামান বিচারপতির এজলাস ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন তাকে আবার বিচারপতি বানিয়েছে এ আওয়ামী লীগ সরকার। এ নির্লজ্জদের মুখে আইনের কথা শোভা পায় না। সুতরাং, আদায় করে নিতে হবে। বুঝতে হবে বেগম খালেদা জিয়ার মুক্তি কেউ আমাদেরকে আপনা-আপনি দেবে না। এটা আদায় করে নিতে হবে। আর সেই আদায়ের জন্য নীতিগত সিদ্ধান্ত চাই। আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে লড়ব।’

এলডিপির একাংশের আহ্বায়ক আব্দুল করিম আব্বাসির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সংগঠনের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন