২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তাপমাত্রা আরও বেড়েছে: উত্তর-পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৩ অপরাহ্ণ, ০৯ জানুয়ারি ২০২২

তাপমাত্রা আরও বেড়েছে: উত্তর-পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> তাপমাত্রা আরও বেড়েছে, তাই কমেছে শীতের অনুভূতি। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মূলত এরপরই শীত ফের বাড়তে পারে। একই সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রোববার (৯ জানুয়ারি) তা বেড়ে হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি।

ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ থেকে বেড়ে হয়েছে ১৪ ডিগ্রি, চট্টগ্রামে ১৫ দশমিক ৪ থেকে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৩ থেকে ১৪ দশমিক ৫, রংপুরে ১২ দশমিক ৮ থেকে ১৩ দশমিক ৩, খুলনায় ১৪ দশমিক ৫ থেকে ১৫, বরিশালে ১২ দশমিক ৬ থেকে বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

তবে রাজশাহীতে ১৪ ডিগ্রি থেকে কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন