২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পরনে ছেঁড়া, ময়লা পোশাকের এক ব্যক্তি ও একটি স্মার্টফোন!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ২৭ মে ২০১৯

পরনে ছেঁড়া আর ময়লা পোশাক। হাতে সাদা বস্তা। যাকে দেখলে যে কোনো মানুষের ভিক্ষুক বলে মনে হবে। তেমনই এক ব্যক্তি একটি স্মার্টফোনের দোকানে এসে কোনো প্রকার দরাদরি না করেই পছন্দ করে বসলেন দামি এক ফোন। এবং সেই ফোনের টাকা পরিশোধ করলেন পুরোটাই নগদ টাকায়।

ঘটনাটি ঘটেছে গত ২২ মে থাইল্যান্ডের একটি স্মার্টফোনের দোকানে। দোকানদার নিজেই সেই ছবি ফেসবুকে শেয়ার করে গল্পটা জানিয়েছেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শেয়ারের পরপরই। দোকানদার আর ওই ব্যক্তির নগদ টাকা দিয়ে ফোন কেনার ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

জানা যায়, ফোনের দাম শুনে কোনোভাবে দাম কমানোরও কোনো আবেদন করেননি ওই ব্যক্তি। ঘটনায় হতবাক দোকানদার। ফোন কেনার পর বিল তৈরির সময় ওই ব্যক্তি দোকানের এক কোনে গিয়ে বসেছিলেন। তাকে দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসেন এবং বের করে দিতে চান। কিন্তু সেই সময় দোকানদারই তাকে রক্ষা করেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন