১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

পিরোজপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে দেবাশিষ মণ্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে পুলিশ গতকাল শনিবার দুপুরে স্বরূপকাঠি পৌরসভার সামনে থেকে দেবাশিষকে গ্রেপ্তার করে। পরে একই অভিযোগে পলাশ কুমার মুনশিকে গ্রেপ্তার করা হয়।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দেবাশিষ মণ্ডল আশিষ একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি। পলাশ কুমার মুনশির বাজারে দোকান আছে। দেবাশিষ মণ্ডল আশিষ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মনিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। অন্যদিকে পলাশ কুমার মুনশি গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের শংকর লাল মুনশির ছেলে।

পুলিশ জানিয়েছে, দেবাশিষ মণ্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট দেন গতকাল শনিবার। সেই পোস্ট আলেম সমাজের চোখে পড়ে। তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

নেছারাবাদ উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো ধর্মেই নেই। আমাদের ধর্মেও নেই। ইসলাম শান্তি পছন্দ করে। ইসলাম শান্তির ধর্ম। তারা অপরাধ করেছে। পুলিশ এর ব্যবস্থা নিয়েছে।’

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন সাংবাদিকদের জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে বিভাগীয় আদালতে পাঠানো হচ্ছে। সেখানে সাইবার ট্রাইব্যুনাল আদালতে পুলিশ বাদী হয়ে মামলার আবেদন করবে।

72 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন