২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টির আশঙ্কা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৩ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালসহ দেশের আটটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে।

এতে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও খুলনার মোংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করেছে দিনাজপুর ও পঞ্চগড়।’

123 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন